শুক্রবার, মে ৯, ২০২৫

আফগানিস্তানে ৬০০ মাদকসেবীকে চিকিৎসার পাশাপাশি শেখানো হলো কাজ

spot_imgspot_img

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের কান্দাহার প্রদেশে অন্তত ৬০০ মাদকসেবীকে চিকিৎসা দেওয়ার পাশাপাশি শেখানো হলো কাজ। তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে কাজ করে জীবিকা নির্বাহ করতে পারেন। এমনকি তাদেরকে পড়ালেখাও শেখানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ।

কান্দাহারের সামাজিক ও শ্রম বিভাগের পরিচালক উবায়দুল্লাহ ওয়াকাদ বলেছেন, এই ৬০০ ব্যক্তিকে ছয়টি আলাদা কাজ শেখানো হয়েছে। তারা এখন নিজ বাড়িতে ফিরে যাবে। এছাড়াও কাজ করার জন্য তাদেরকে প্রয়োজনীয় যন্ত্রাংশও দেওয়া হবে।

এক কর্মকর্তা জানিয়েছেন, প্রশিক্ষণ পাওয়া ব্যক্তিদের ২০০ ডলার সমপরিমাণের যন্ত্রাংশ দেওয়া হবে। যেন এসব যন্ত্রাংশ ব্যবহার করে তারা নিজেদের ব্যবসা শুরু করতে পারে।

কান্দাহার মাদক নিরাময় কেন্দ্রের প্রধান আব্দুল শাকুর শাকিব বলেছেন, শারীরিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি, আমরা তাদের মানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্ব দিয়ে থাকি। এছাড়া তাদের পুনর্বাসন প্রশিক্ষণও দিয়ে থাকি। যেন তারা সমাজের সঙ্গে মিশতে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে।

চিকিৎসা পাওয়া মাদকসেবী ফরহাদ নামে এক ব্যক্তি বলেন, এখানে আমাদের চিকিৎসার ওপর বেশ গুরুত্ব দেওয়া হয়। চিকিৎসার পর আমরা আবারও আগের স্বাস্থ্য ফিরে পেয়েছি। সঙ্গে আমাদের কর্মমুখী শিক্ষা দেওয়া হয়েছে। আমি সেঁলাইয়ের কাজ শিখেছি। এখান থেকে যাওয়ার পর নিজস্ব ব্যবসা দেওয়ার পরিকল্পনা আছে।

গুলাব নামের অপর এক ব্যক্তি বলেন, আমি এখান থেকে গিয়ে তরুণদের আহ্বান করবো তারা যেন মাদক ছেড়ে দেয়। কারণ এটি ক্ষতিকর। আমার নিজের দর্জির দোকান দেওয়ার ইচ্ছা আছে।

সূত্র: তোলো নিউজ

সর্বশেষ

spot_img
spot_img
spot_img