সোমবার, মার্চ ১৭, ২০২৫

সংষ্কার ব্যতিত নির্বাচন ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করবে : মাওলানা কাইয়ূম

রাষ্ট্র সংষ্কার ব্যতিত নির্বাচন দিলে সেই নির্বাচন ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

তিনি বলেন, ফ্যাসিবাদী হাসিনার পতনের পর নতুনভাবে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চক্রান্ত চলছে। ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের পর নতুনভাবে সারাদেশে খুন-ধর্ষণ ও চাঁদাবাজি চলছে মারাত্মকভাবে। চলমান উত্তপ্ত পরিস্থিতির মোকাবেলায় ইসলামই একমাত্র সমাধান।

রোববার (১৬ মার্চ) বিকেলে কুমিল্লার মুরাদনগরে ইসলামী আন্দোলন মুরাদনগর উপজেলা শাখা আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা কাইয়ূম বলেন, খুন-ধর্ষণ, চুরি-ডাকাতি বন্ধে ইসলামী আইন বাস্তবায়নের বিকল্প নেই। যার নজির বিশ্বের বিভিন্ন দেশে বিদ্যমান। সৌদি ও আফগানিস্তানে ধর্ষণ বন্ধে ইসলামী আইনের অনুসরণ করায় তা প্রায় জিরোর কোঠায়। অথচ বিগত ৫৩ বছর যাবৎ ধর্ষণ বন্ধে বিভিন্ন আইন করা হলেও তা বন্ধ হচ্ছে না। বিচারের দীর্ঘসূত্রিতার কারণেই তা বন্ধে হচ্ছে না।

তিনি বলেন, বিগত ফ্যাসিবাদের আমলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রেপের সেঞ্চুরি উদযাপন করতে দেশবাসী প্রত্যক্ষ করেছে, খাদিজা, মিতু আর তনুরা, মাদ্রাসা ছাত্রী ইয়াসমিনরা ন্যায় বিচার পায়নি। পতিত সরকার ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড আইন পাশ করলেও কোন বিচারই আলোর মুখ দেখেনি। ২৪ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিচার হীনতার সংস্কৃতি দেশবাসী আর দেখতে চায় না। তিনি বলেন, বাংলাদেশে যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে তা বন্ধে ইসলামী অনুশাসনের বিকল্প নেই। তিনি আগামী নির্বাচনে ইসলামপন্থিদের বিজয় করে সংসদে কুরআনী আইন চালুর মাধ্যমে ইসলামের সৌন্দর্য দেশবাসীর কাছে তুলে ধরার আহ্বান জানান।

সংগঠনের উপজেলা সভাপতি এম এম মফিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সংগঠনের কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি মুফতী রাশেদুল ইসলাম, যুব আন্দোলন সভাপতি আ.ম.ম উবায়দুল হক, বিএনপি উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল ভূইয়া, জামায়াত আমীর মাওলানা আ ন ম ইলইয়াস, ইসলামী আন্দোলন মুরাদনগর উপজেলা সহ-সভাপতি হাজি আবদুল করিম, যুবনেতা মাওলানা মোহাম্মদ মাহদী হাসান, হেফাজতে ইসলামের নায়েবে আমীর হাফেজ আমিনুল ইসলাম, মুরাদনগর মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা তাজুল ইসলাম, শায়খুল হাদীস আল্লামা সোলাইমান, মাওলানা নোমান আহমদ, বামুক উপজেলা সদর হাফেক বেলাল হুসাইন পাহাড়পুরি, সাধারণ সম্পাদক মো: কামাল মিয়া, মুফতি মানসুরুল হক, শেখ সাইফুল ইসলাম, যুবনেতা এম.এম শুআ’ইব হুসাইন, হাফেজ এমদাদুল হক, ডা.সাইফুল ইসলাম, ফখরুল ইসলাম মারজান, ছাত্রনেতা মুহাম্মদ মুসা হায়দার।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img