বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, শহীদ জিয়ার সৈনিকেরা আল্লাহ ছাড়া বিদেশী কোনো দখলদার শক্তির কাছে কখনো মাথা নত করেনি, করবেওনা। সে পাকিস্তানি হোক, ব্রিটিশ হোক, ভারত হোক, কারো কাছে কোনদিন আমরা মাথা নত করিনি, আগামী দিনেও করবো না।
সোমবার (১৭ মার্চ) রাজশাহী মহানগরীর ২ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারীদের রুহের মাগফিরাত এবং বিপ্লবে যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করেন তিনি।
মিনু বলেন, বাংলাদেশের সকল উন্নয়ন বেগম খালেদা জিয়ার সময় সুনিশ্চিত হয়েছিল। জনগণের রায় নিয়ে আমরা সেই উন্নয়নের ধারায় আবারো ফিরে আসবো। সবাইকে একসাথে কাজ করতে হবে।
এতে আরও বক্তব্য রাখেন, নগরীর ২নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আব্দুল মতিনের সভাপতিত্বে রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম প্রমুখ।
সূত্র: বাসস