শুক্রবার, মে ৯, ২০২৫

ঈদে টানা ৯ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

spot_imgspot_img

পবিত্র ঈদুল ফিতরে এবার টানা ৯ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ঈদ উপলক্ষে আগে ঘোষণা করা পাঁচ দিনের ছুটির মধ্যে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি যুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিলও ছুটি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। ফলে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে, এবং সরকার এই সম্ভাব্য তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছিল। এই হিসেবে কাগজপত্রে ২৯ মার্চ থেকে ঈদুল ফিতরের ছুটি শুরু হওয়ার কথা ছিল। তবে ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এবং একই দিনে পবিত্র শবে কদরের ছুটি থাকায়, বাস্তবে ছুটি শুরু হচ্ছে ২৮ মার্চ থেকে।

পূর্ব ঘোষণা অনুযায়ী, ছুটি শেষে অফিস খোলার কথা ছিল ৩ এপ্রিল বৃহস্পতিবার, তবে নির্বাহী আদেশে ৩ এপ্রিলও ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে, ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img