বুধবার, এপ্রিল ২, ২০২৫

বেফাক পরীক্ষায় চট্টগ্রামে শীর্ষে হালিশহর জামিয়া বাইতুল করিম মাদরাসা

এ বছর বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে চট্টগ্রামের আল-জামিয়াতুল ইসলামিয়া বাইতুল করিম হালিশহর মাদরাসা। বিগত বছরের মত এবারও মাদরাসাটি চট্টগ্রাম মহানগরে তার শীর্ষস্থান ধরে রেখেছে।

এ বছর প্রতিষ্ঠানটি থেকে ১০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে মেধাতালিকায় ২৮ জন স্থানলাভসহ ৫৮ জন মুমতাজ ও জায়্যিদ জিদ্দান (১ম বিভাগ) থেকে উত্তীর্ণ হয়েছে ২৬ জন ।

আল-জামিয়াতুল ইসলামিয়া বাইতুল করিম হালিশহর মাদরাসার পরিচালক মাওলানা কামাল উদ্দিন সাকী মাদরাসার এই সাফল্য সম্পর্কে বলেন, মহান রাব্বুল আলামীনের অপার অনুগ্রহ ব্যতীত এমন সফলতা সম্ভব নয়। এজন্য তিনি মাদরাসার নাযেমে তালিমাত, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।

এই সফলতা অর্জনে তিনি পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ছাত্রদের এমন ভালো রেজাল্টের জন্য দায়িত্বশীলদের নিয়মতান্ত্রিক প্রচেষ্টাও ছিল অসামান্য।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img