ফিলিস্তিনের কমপক্ষে ১৫ স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। একই সঙ্গে এসব মৃতদেহ গণকবর দিয়েছে ইসরাইলি সেনারা।
পরে সোমবার এসব মৃতদেহ উদ্ধার করার পর মুসলিম রীতি অনুযায়ী তাদের দাফন সম্পন্ন হয়েছে।
প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট বলছে, যেসব মানুষকে হত্যা করা হয়েছে তারা এবং তাদের বহনকারী গাড়িতে মেডিকেল চিহ্নযুক্ত। তারা ছিলেন মানবাধিকার বিষয়ক কর্মীও। তাদেরকে ঠাণ্ডা মাথায় হত্যা করেছে ইসরাইল।
জবাবে ইসরাইলের নির্লজ্জ দাবি, নিজেদের পরিচয় না দিয়ে তাদের দিকে ক্রমশ সন্দেহজনকভাবে অগ্রসর হচ্ছিল ওই গাড়ি। এ সময় ইসরাইলি সেনারা তাতে গুলি করে।
নিহতদের মধ্যে আছেন রেডক্রিসেন্টের আটজন কর্মী, গাজ্জা সিভিল ডিফেন্সের জরুরি বিভাগের ৬ জন কর্মী।
ইন্টারন্যাশনাল রেড ক্রস বলেছে, আট বছরের মধ্যে এটাই তাদের সবচেয়ে বেশি প্রাণহানি। গাজ্জায় যুদ্ধ শুরু হয়েছে প্রায় দেড় বছর আগে। এ সময়ে ইসরাইল কমপক্ষে ১০০ বেসামরিক নিরাপত্তা কমী এবং কমপক্ষে ১০০০ স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে।