ফিলিস্তিনের পশ্চিম তীরের হেবরনে অবস্থিত ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদের সব দরজায় তালা লাগিয়ে দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এ মসজিদের সঙ্গেই হযরত ইব্রাহিম, হযরত ইসহাক, হযরত ইয়াকুব ও হযরত ইউসুফের কবর রয়েছে।
সোমবার (৭ এপ্রিল) আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে ওয়াফা নিউজ এজেন্সি।
আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দখলদারদের কর্মকাণ্ড একটি বিপজ্জনক পদক্ষেপ, যার লক্ষ্য ইব্রাহিমি মসজিদ, এর করিডোর, উঠোন, কক্ষ এবং অভ্যন্তরীণ ও বহিরাগত দরজার ওপর মন্ত্রণালয়ের সার্বভৌমত্বকে স্পষ্টভাবে ক্ষুণ্ণ করা।
বিবৃতিতে আরও বলায় হয়, এ বিষয়টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে একটি গুরুতর অবস্থান গ্রহণ করা প্রয়োজন। ধর্মীয় স্থানগুলো রক্ষার দায়িত্বের জন্য এই অন্যায্য দখলদারকে জবাবদিহি করতে হবে, সেগুলোতে আক্রমণ করা থেকে বিরত থাকতে হবে এবং সেগুলো দখল ও চুরি করার চেষ্টা করা থেকে বিরত থাকতে হবে।
ইব্রাহিমি মসজিদের পরিচালক শেখ মোয়াতাজ আবু স্নেইনেহ বলেন, মসজিদের অভ্যন্তরে সমস্ত কবর এবং সম্পদ ইসলামী ওয়াকফের মালিকানাধীন এবং নিয়ন্ত্রিত, যার সার্বভৌমত্ব এবং আইনি এখতিয়ার রয়েছে। ইসরাইলি কর্মকাণ্ড এই স্থানগুলোর পবিত্রতার ওপর একটি স্পষ্ট এবং গুরুতর আক্রমণ, যা কোনোভাবেই লঙ্ঘন করা যাবে না।
মসজিদের পরিচালক হেবরনের জনগণকে মসজিদের ভেতরে নামাজ আদায় এবং বিভিন্ন ধর্মীয় কর্মকাণ্ডের মাধ্যমে দৃঢ়তা ও অধ্যবসায়ের সঙ্গে ইসরাইলি আক্রমণ মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন।