শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

মারা গেলেন ইসরাইলের হামলায় আগুনে দগ্ধ হওয়া ফিলিস্তিনি সাংবাদিক

ফিলিস্তিনের দক্ষিণ গাজ্জার খান ইউনিস শহরে সাংবাদিকদের একটি তাবুতে বিমান হামলা চালায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। হামলার পর আহমাদ মানসুর নামে এক সাংবাদিককে জীবন্ত পুড়তে দেখা যায়। আগুনে দগ্ধ সে সাংবাদিক মারা গেছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে তিনি মারা যান।

আহমেদ মানসুর প্যালেস্টাইন টুডে নিউজ এজেন্সির প্রতিবেদক ছিলেন। হামলাটি ঘটে সোমবার, নাসের হাসপাতালের পাশে সাংবাদিকদের অবস্থানকারী একটি তাবুতে। হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে মানসুরকে আগুনে পুড়তে দেখা যায়।

সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, মানসুর মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই হামলায় এখন পর্যন্ত দুইজন সাংবাদিক নিহত হয়েছেন এবং আরও আটজন আহত হয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনী সোমবার হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, এই হামলার লক্ষ্য ছিলেন সাংবাদিক হাসান এলসালাইয়েহ, যিনি তেল আবিবের দাবি অনুযায়ী হামাস সদস্য। হামলায় তিনি আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img