গাজ্জার প্রতি সমর্থন শুধুমাত্র রাজনৈতিক নয়, বরং এটি একটি জাতীয়, ধর্মীয় এবং নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।
মঙ্গলবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে এমন মন্তব্য করে সংগঠনটি।
ফিলিস্তিনের পশ্চিম তীরে গাজ্জায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত সমাবেশ থেকে অংশগ্রহণকারীদের গ্রেপ্তার করে নিয়ে যায় মাহমুদ আব্বাসের বাহিনী। বিবৃতিতে এমন ঘটনার তিব্র নিন্দা জানিয়েছে হামাস।
হামাস বলেছে, পশ্চিম তীরের জনগণকে এই ধরনের নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং গাজ্জার পক্ষে তাদের গণআন্দোলন অব্যাহত রাখতে হবে। কারণ গাজ্জা ও পশ্চিম তীরের রক্ত এবং ভবিষ্যৎ অভিন্ন।
গাজ্জার পক্ষে আন্দোলনকারীদের সাথে এমন আচরণকে বিপজ্জনক এবং দখলদার ইসরাইলের স্বার্থে কাজ করার নামান্তর বলে উল্লেখ করেছে হামাস।