ইঙ্গ-মার্কিণ সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকার উস্কানীর কারণেই যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে গাজ্জায় ইতিহাসের নিকৃস্টতম হত্যাযজ্ঞে মেতে উঠেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে এ মন্তব্য করেন জাতীয় তাফসীর পরিষদ বাংলাদেশের জাতীয় তাফসীর পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মহাসচিব হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, যুগ্ম মহাসচিব শায়খুল হাদীস প্রিন্সিপাল মুফতী বাকি বিল্লাহ, হাফেজ মাওলানা নাযীর আহমদ শিবলী, মুফতী ওমর ফারুক যুক্তিবাদী ও মুফতি শরীফউল্লাহ সামদানী।
বিবৃতিতে নেতারা বলেন, ইসরাইল গাজ্জায় যে বর্বর ও গণহত্যা চালাচ্ছে তা বিশ্বের সকল-সীমা ছাড়িয়ে গেছে। তাদের হত্যাযজ্ঞ থেকে শিশু, নারী, পুরুষ, অসুস্থ কেউই নিরাপদ নয়। জারজরাষ্ট্র ইসরাইলের মানবতাবিরোধী অপরাধ বিশ্বমুসলিম নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। মুসলিমবিশ্বের নিরবতায় হিংস্র হায়েনা ইসরাইল বর্বরতার সীমা ছাড়িয়ে যাচ্ছে। এখনই তাদের মানবতাবিরোধী অপরাধ রুখে দিতে হবে।
নেতারা বলেন, বর্তমান সরকারকে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। সেইসাথে ইসরাইলের মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে। পৃথিবী মানুষের বসবাসের জন্য। কিন্তু মার্কিন প্রেসিডন্টে কেন ইসরাইলীদেরকে উস্কে দিয়ে মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধদের গাজ্জা থেকে চিরবিদায় করছে? আজ কোথায় বিশ্ব মানবতার ফেরিওয়ালা! তোমরা কেন মুখে কুলুপ এটে বসে আছো? তোমাদের বিবেক কবে জাগবে?
নেতারা আরও বলেন, এখন আর কোনো আপোস নয়, এখন স্পষ্ট কথা হলো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিয়ে মধ্যপ্রাচ্য থেকে বিশ্বের অশান্তি সৃষ্টিকারী ইসরাইলকে নিশ্চিহ্ন করতে হবে। এদের ঠিকানা পৃথিবীতে রাখা যাবে না। গতকাল পুরো বিশ্ব দেখিয়ে দিয়েছে ইসরাইলের প্রতি বিশ্ব মানবতার ঘৃণা ও ক্ষোভ।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিচারসহ নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতে বিচার করার দাবি জানান নেতারা।