আসন্ন জাতীয় নির্বাচন ও অন্যান্য নানা ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক হওয়ার কথা রয়েছে।
আজ বুধবার (৯ এপ্রিল) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিল বিএনপি। আজ দুপুরের দিকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ১৬ এপ্রিল বিএনপিকে সময় দেওয়ার কথা জানানো হয়।
দলীয় সূত্রমতে, বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ও রাষ্ট্র সংষ্কার বিষয়ে জানতে চাইবে বিএনপি। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার আসলে কী ভাবছে কিংবা তাদের অবস্থান কী, সেটা স্পষ্টভাবে জানতেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান ও মতামত প্রধান উপদেষ্টাকে জানাবেন তারা।
এর আগে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, তা পরিষ্কারের জন্য প্রধান উপদেষ্টার কাছে রোডম্যাপ চাইবে বিএনপি। আমরা মনে করি, জুনের আগে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হবে।’
তিনি জানান, রাষ্ট্রে যাতে ভারসাম্য থাকে সে বিষয়ে সংবিধানে প্রস্তাবনা দিয়েছে বিএনপি। সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে কিছু বিষয়ে বিভ্রান্তি রয়েছে, পঞ্চাদশ সংশোধনীর আগের অবস্থা বহাল চায় বিএনপি। ধর্মনিরপেক্ষতা বাতিলের বিষয়ে কোনো প্রস্তাবনা দেওয়া হয়নি, এটা নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে।
এ ছাড়া দলের পক্ষ থেকে এনসিসির মাধ্যমে জরুরি অবস্থা জারির প্রস্তাবনা দেওয়া হয়নি বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার যে আলোচনা হয়েছে তা জনগণের দাবি। এটাকে স্থায়ী কমিটি স্বাগত জানায়।’