ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের রাজধানী কাবুলের পাবলিক স্কুলগুলোর জন্য নতুন পোষাক নির্ধারণ করেছে তালেবান প্রশাসন। নিয়ম-শৃঙ্খলা রক্ষার্থে এই নতুন পোশাক ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানা গেছে। নির্ধারিত পোশাক পরিধান না করে কেউ স্কুলে এলে, তার উপস্থিতি তিন দিনের জন্য বাতিল বলে গণ্য হবে। ঈদুল ফিতরের পর থেকে স্কুলগুলোতে নতুন পোশাক নীতির বাস্তবায়ন আরও কঠোরভাবে করা হয়েছে।
নতুন পোশাক সম্পর্কে আহসানুল্লাহ নামে কাবুলের এক শিক্ষার্থী বলেন, “১৪০৪ সনের (সৌর ক্যালেন্ডার) নতুন শিক্ষাবর্ষ শুরুর সাথে সাথে আমাদেরকে সাদা ঐতিহ্যবাহী পোশাক এবং পাগড়ি পরার নির্দেশ দেওয়া হয়েছে।”
ইউসুফ নামে আরেকজন শিক্ষার্থী বলেন, “১০ম শ্রেণির ঊর্ধ্বে থাকা শিক্ষার্থীদের জন্য সাদা ঐতিহ্যবাহী পোশাক এবং সাদা পাগড়ি নির্ধারিত হয়েছে, আর ১০ম শ্রেণির নিচের শিক্ষার্থীদের জন্য নীল রঙের পোশাক ও টুপি নির্ধারণ করা হয়েছে।”
আহমদ মুর্তজা নামে অপর একজন শিক্ষার্থী জানান, “স্কুলের প্রিন্সিপাল বলেছেন যে, এখন থেকে কেউ ইউনিফর্ম না পরলে তাকে তিন দিনের জন্য অনুপস্থিত হিসেবে চিহ্নিত করা হবে।”
বিভিন্ন প্রাইভেট স্কুলের কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা মনে করেন, একটি নির্ধারিত স্কুল ইউনিফর্ম থাকা শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক।
সূত্র: তোলো নিউজ