ফিলিস্তিনের গাজ্জায় গণহত্যা চালিয়ে যাওয়ার আপত্তি জানিয়ে ও আগ্রাসন বন্ধের দাবিতে বিমান বাহিনীর পাইলট, অফিসার ও সৈন্যসহ প্রায় ৯৭০ জনের স্বাক্ষরিত একটি চিঠি দেওয়া হয় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বিমানবাহিনীর শীর্ষ কমান্ডারকে। পরে এ প্রস্তাবের স্বাক্ষর করা সেই ৯৭০ জন কর্মীকে বহিষ্কার করার হুমকি দিয়েছে ইসরাইলি কমান্ডাররা।
বুধবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বিমানবাহিনীর শীর্ষ কমান্ডার বরাবর গাজ্জায় সামরিক অভিযানে আপত্তি ও অভিযান বন্ধের দাবি জানিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে এবং তাতে ওই ৯৭০ জনের স্বাক্ষর রয়েছে। স্বাক্ষরকারীদের মধ্যে নিয়মিত স্টাফদের পাশাপাশি রিজার্ভ পাইলট ও সেনা সদস্যরাও রয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, তারা অভিযানে যেতে আপত্তি জানিয়েছেন ঠিকই। তবে চিঠিতে কোথাও তারা পদত্যাগের হুমকি দেননি।
স্বাক্ষরকারীদের মতে, গাজ্জায় আগ্রাসন চালানো হচ্ছে রাজনৈতিক কারণে। এর সাথে ইসরাইলের নিরাপত্তার কোনো সম্পর্ক নেই। স্বাক্ষরকারীদের মধ্যে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও পাইলটরাও রয়েছেন।
ইসরাইলি বিরোধী দলের লোকেরা দীর্ঘদিন ধরেই বলে আসছেন, ক্ষমতায় থাকারে উদ্দেশ্যে বেনিয়ামিন নেতানিয়াহু গাজ্জা যুদ্ধ করছেন। ইসরাইলের নিরাপত্তার সাথে এর কোনো সম্পর্ক নেই।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি