শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

‘মার্চ ফর গাজ্জা’ সফল করার আহ্বান জানালেন পটিয়া মাদরাসার মুহতামিম

ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় আয়োজিত ‘মার্চ ফর গাজ্জা’ কর্মসূচিকে সফল করার আহ্বান জানিয়েছেন জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম মুফতী আবু তাহের কাসেমী নদভী।

শনিবার (১২ এপ্রিল) বাদ ফজর মাদরাসার ছাত্রদের উদ্দেশে দেওয়া এক গুরুত্বপূর্ণ আলোচনায় তিনি বলেন, আজ ১২ এপ্রিল ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর পক্ষ থেকে ‘মার্চ ফর গাজ্জা’র ডাক দেওয়া হয়েছে। দলমত নির্বিশেষে সবাই শান্তিপূর্ণভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করছে। আমরা এই মার্চের সফলতা কামনা করি এবং পূর্ব থেকেই তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি। এখনও আমরা তাদের সঙ্গে পরিপূর্ণ একাত্মতা পোষণ করছি এবং আগামীকাল রবিবার বাদ যোহর জামিয়া পটিয়ার উদ্যোগে ‘ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত গণহত্যা ও মুসলিম উম্মাহর করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা করছি।

এই অনুষ্ঠান উপলক্ষে তিনি শিক্ষক ও ছাত্রসমাজকে প্রস্তুতি গ্রহণ ও সক্রিয় অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানান।

বক্তব্যে জামিয়া প্রধান বলেন, ইসরাইলি বাহিনী ফিলিস্তিনের সঙ্গে তাদের কৃত যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে আবারও গণহত্যা শুরু করেছে। যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করার কারণে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা মুসলিম শাসকদের জন্য ফরজ হয়ে গেছে। ইসরাইল চুক্তি ভঙ্গ করে নিরীহ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করেছে। অন্যদিকে বাংলাদেশ, পাকিস্তানসহ মুসলিম রাষ্ট্রসমূহের সঙ্গে ইসরাইলের কোনো চুক্তিপত্র সম্পাদিত হয়নি; বরং মুসলিম রাষ্ট্রসমূহ আজও ইসরাইলকে স্বীকৃতি দেয়নি।

তাই সারা বিশ্বের বিজ্ঞ মুফতিগণ ইসরাইলের বিরুদ্ধে জিহাদ ফরজ হওয়ার ঘোষণা দিয়েছেন। বিশেষ করে গত পরশু ইসলামাবাদের জাতীয় কনফারেন্সে শায়খুল ইসলাম মুফতি তাকী উসমানীসহ সকল মুফতিগণ ইসরাইলের বিরুদ্ধে জিহাদ ফরজ হওয়ার ঘোষণাপত্র প্রকাশ করেছেন। তাঁরা সকল মুসলিমকে এ বিষয়ে উদ্যোগী হওয়ার জন্য বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন এবং নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এই ফরজ বাস্তবায়নে সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেন, অতএব আমাদেরও এ বিষয়ে প্রস্তুতি গ্রহণ করা এবং যথাযথ উদ্যোগ নেওয়া জরুরি।

বক্তব্য শেষে তিনি আজকের ‘মার্চ ফর গাজ্জা’, ফিলিস্তিনি নিরীহ মুসলিমদের মুক্তি এবং জালিমদের ধ্বংসের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img