সোমবার | ২৬ জানুয়ারি | ২০২৬
spot_img

গাজ্জা গণহত্যার প্রতিবাদে সোমালিয়ায় বিক্ষোভ

আমেরিকার প্রত্যক্ষ মদদে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল পরিচালিত গাজ্জা গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে সোমালিয়ার জনগণ।

শুক্রবার (১১ এপ্রিল) দেশটির রাজধানী মোগাদিশুতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা স্বাধীনতাকামী হামাস ও ফিলিস্তিনি জনগণের সাথে একাত্মতা পোষণ করেন। অবিলম্বে গণহত্যা বন্ধের দাবী জানান। ইসরাইল-আমেরিকার ফিলিস্তিনি মুক্ত গাজ্জা পরিকল্পনার তীব্র বিরোধিতা করেন। যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরাইলের পুনরায় গণহত্যা শুরুর জন্য আমেরিকাকে দায়ী করেন।

এছাড়া ইসরাইল-আমেরিকার বিরোধিতা পূর্বক ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে তাদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।

সংবাদমাধ্যমের তথ্যমতে, ২০২৪ এর ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গণহত্যায় নারী-শিশু সহ এখন পর্যন্ত ৫৫ হাজারের অধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। অস্ত্র, সামরিক ও রাজনৈতিক সহায়তা দিয়ে অবৈধ রাষ্ট্রটিকে সরাসরি গণহত্যায় মদদ দিয়ে যাচ্ছে আমেরিকা।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ