বৃহস্পতিবার | ৪ ডিসেম্বর | ২০২৫

গাজ্জায় ইসরাইলি গণহত্যা বন্ধের নিশ্চয়তা পেলে বন্দীদের মুক্তি দেবে হামাস

ফিলিস্তিনের গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের আগ্রাসন বন্ধের নিশ্চয়তা পেলে সমস্ত বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা তাহের আল-নুনু এ কথা বলেছেন।

তিনি বলেন, একটি গুরুতর বন্দি বিনিময় চুক্তি, যুদ্ধের অবসান, গাজ্জা উপত্যকা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার এবং মানবিক সাহায্যের প্রবেশের বিনিময়ে আমরা সমস্ত ইসরাইলি বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত।

তিনি আরও বলেন, ইসরাইল তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করছে। যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে বাধা দিচ্ছে এবং যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তাই হামাস ইসরাইলকে চুক্তি বহাল রাখতে বাধ্য করার জন্য গ্যারান্টির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।

সোমবার ইসরায়েলি সংবাদ ওয়েবসাইট ইয়নেট জানিয়েছে, হামাসের কাছে একটি নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবের অধীনে, হামাস ১০ জন জীবিত বন্দীকে মুক্তি দেবে এবং মার্কিন গ্যারান্টির বিনিময়ে ইসরাইল যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের জন্য আলোচনায় প্রবেশ করবে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img