ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের পাসপোর্টধারীদের মালদ্বীপে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদ মুইজ্জু।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, মালদ্বীপের অভিবাসন আইনে তৃতীয়বারের মতো সংশোধনী আনা হয়েছে। এই সংশোধনীর মাধ্যমে ইসরাইলি পাসপোর্টধারীদের মালদ্বীপে প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যা ফিলিস্তিনে চলমান নৃশংসতার বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থানের একটি স্পষ্ট প্রতিচ্ছবি। মালদ্বীপ ফিলিস্তিনিদের প্রতি তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে।
রাষ্ট্রপতির অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ইসরাইলকে জবাবদিহিতার পক্ষে ওকালতি অব্যাহত রেখেছে মালদ্বীপ। সেই সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন প্লাটফর্মে ইসরাইলের নৃশংসতা বিরুদ্ধেও নিয়মিত নিন্দা জানিয়ে আসছে দেশটি।
বিবৃতিতে, ১৯৬৭ সালের সীমান্ত ও জাতিসংঘ রেজুলেশন অনুযায়ী পূর্ব জেরুসালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রতি দীর্ঘদিনের সমর্থনের পুনর্ব্যক্ত করেছে মালদ্বীপ।
সূত্র: আনাদোলু এজেন্সি