শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

কুড়িগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তাওহীদুল ইসলাম দুর্জয়কে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

গ্রেপ্তার হওয়া দুর্জয় সদরের যাত্রাপুর ইউনিয়নের কালির আলগা গ্রামের মোতালেব আলীর ছেলে। এর আগে গতকাল (বৃহস্পতিবার) তাকে গ্রেপ্তার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান বলেন, আওয়ামী লীগের সময়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী ও বিভিন্ন সময়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী রাবি ছাত্রলীগের সহ-সভাপতি তাওহীদুলকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

তিনি আরও জানান, আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img