ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকীর আমন্ত্রণে আগামীকাল কাবুল সফর করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ ইসহাক দার।
আগামীকাল শনিবার (১৯ এপ্রিল) একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সাথে এ সফর করবেন ইসহাক দার।
পররাষ্ট্র দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিনব্যাপী এই সফরে তিনি বেশ কয়েকজন আফগান মন্ত্রীর সাথে বৈঠক করবেন। তারা হলেন, আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা মুহাম্মাদ হাসান আখুন্দ, অর্থনৈতিক বিষয়ক ভারপ্রাপ্ত উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাথে প্রতিনিধি পর্যায়ের আলোচনা করবেন
আলোচনায় পাক-আফগান সম্পর্কের একটি সম্পূর্ণ দিক অন্তর্ভুক্ত থাকবে, যেখানে নিরাপত্তা, বাণিজ্য, সংযোগ এবং জনগণের সাথে জনগণের সম্পর্কসহ পারস্পরিক স্বার্থের সকল ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার উপায় এবং সুযোগগুলি নিয়ে আলোচনা করা হবে।
মুহাম্মাদ ইসহাক দার বলেছেন, প্রস্তুতিমূলক বৈঠক চলছে এবং আশা করি, কয়েক দিনের মধ্যে, আমি গত কয়েক বছর ধরে চলমান এই অচলাবস্থা দূর করার জন্য একদিনের জন্য কাবুল সফর করব।
সূত্র: এআরওয়াই নিউজ