কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তিন ভারতীয় চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ৬৯ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
কুষ্টিয়ার বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকালে দৌলতপুর উপজেলার চরচিলমারী ইউনিয়নের ৮৪/২ সীমান্ত পিলার-সংলগ্ন ডিগ্রিরচর এলাকার নিজাম মণ্ডলের (৪৫) বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানে ভারতের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা জুয়েল মণ্ডল (২৫), রাকিবুল মণ্ডল (৩৫) ও বাপন মণ্ডলকে (৩২) ৬৯ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। তবে অভিযান চলাকালে কৌশলে দুই বাংলাদেশি নাগরিক নিজাম মণ্ডল ও শরীফ মণ্ডল (২৫) পালিয়ে যান।
অন্যদিকে, সীমান্তের হাটপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৪ কেজি ভারতীয় গাঁজা এবং চরচিলমারী আকন্দপাড়া এলাকা থেকে ৪৮৫ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
বিজ্ঞপ্তিতে উদ্ধার করা এসব মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ২ লাখ ২২ হাজার ১০০ টাকা বলে জানানো হয়েছে।
আটক ভারতীয় নাগরিকদের নামে মামলা দিয়ে দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়নের সদর দপ্তরের মাদক স্টোরে সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান।