লালমনিরহাটে সীমান্তের ভেতরে এসে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয়রা। পরে তাকে কাঁটাতারের বেড়ায় বেঁধে নির্যাতন করে ভারতীয় বাহিনী বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের জমগ্রাম ডাঙ্গার পার এলাকায় ৮০১ নম্বর মেইন পিলারের ১০/১১ সাব পিলারের মাঝামাঝিতে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার আজিনুর রহমান জমগ্রাম ১ নম্বর ওয়ার্ডের নুর হোসেনের ছেলে। এ যুবক বর্তমানে ভারতের বিএসএফের কাছে রয়েছে বলে জানা গেছে।
জানা যায়, সীমান্ত ঘেঁষা বাংলাদেশী জমিতে (ভুট্টাক্ষেতে) কাজ করতে যায় আজিনুর ও তার মা। এ সময় ভারতীয় ১০৮ ছোট কুচলীবাড়ি এলাকার ১০-১২ জন লোক বাংলাদেশের ভেতরে প্রবেশ করে তাকে ধরে নিয়ে যায়। পরে তাকে কাঁটাতারের বেড়ায় বেঁধে নির্যাতন করে।
এক পর্যায়ে স্বরস্বতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে উঠিয়ে নিয়ে যায়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঠ্যাংঝাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম বলেন, আজিনুর রহমান নামে ওই যুবক সীমান্তের পাশে ঘোরাঘুরি করায় ভারতীয় লোকজন তাকে আটক করে বিএসএফের কাছে সোপর্দ করে। ওই যুবককে ফেরত চেয়ে পতাকা বৈঠকের চেষ্টা চলছে।