যুদ্ধ বন্ধ ও অস্ত্র সমর্পণের শর্তে ২০০ কোটি মার্কিন ডলার ও বিভিন্ন দেশে পরিবারসহ রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতাদেরকে। কিন্তু এ প্রস্তাবকে প্রত্যাখান করে যুদ্ধের ময়দানকেই বেছে নিয়েছে হামাস নেতারা।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-আরাবী আল-জাদীদ’র বরাতে এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে ওয়াই নেট নিউজ।
প্রতিবেদন থেকে জানা যায়, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের একটি প্রভাবশালী আরব উপসাগরীয় দেশ এই প্রস্তবের পিছনে কাজ করেছে।
প্রতিবেদনে বলা হয়, হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেডের শীর্ষ নেতাদের কাছে দেওয়া এ প্রস্তাবটি দেওয়া হয়। তাদের মধ্যে রয়েছেন, শহীদ ইয়াহইয়া সিনওয়ারের ভাই রাফাহ ব্রিগেডের কমান্ডার মুহাম্মাদ সিনওয়ার, মুহাম্মাদ শাবানেহ এবং গাজা সিটি ব্রিগেডের কমান্ডার আল-হাদ্দাদ।
প্রস্তাবে ছিল, হামাস নেতাদেরকে ২০০ কোটি মার্কিন ডলার দেওয়া হবে সাথে গাজ্জা থেকে পরিবারসহ অন্যত্র সরিয়ে নেওয়া এবং বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয়ের ব্যবস্থা করা হয়ে। বিনিময়ে অস্ত্র সমর্পণ করতে হবে হামাস যোদ্ধদেরকে।
হামাস এ প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে জানিয়েছে, অর্থের বিনিময়ে প্রতিরোধ বন্ধ করা তাদের নীতির পরিপন্থী।
হামাসের শীর্ষ নেতা খালিল আল-হাইয়্যাহ বলেন, আমরা এমন কোনো আংশিক চুক্তি গ্রহণ করবো না, যা ইসরাইলের স্বার্থে কাজ করে। একটি পূর্ণাঙ্গ চুক্তিই হতে হবে, যার মধ্যে থাকবে বন্দি বিনিময়, গাজ্জা থেকে ইসরাইলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার এবং গাজ্জার পূনর্গঠন।