ভারত কর্তৃক দখলকৃত জম্মু ও কাশ্মীরের পাহেলগামে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান। দেশটি বলছে, এমন ঘটনা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার প্রচেষ্টাকে ক্ষুণ্ণ করে।
বুধবার (২৩ এপ্রিল) আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি এক এক্স বার্তায় এই নিন্দা প্রকাশ করেন।
তিনি বলেন, “জম্মু ও কাশ্মীরের পাহেলগাম অঞ্চলে পর্যটকদের ওপর সাম্প্রতিক হামলার স্পষ্ট নিন্দা জানায় আফগানিস্তান। সেই সঙ্গে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে।”
বিবৃতিতে আরো বলা হয়, “এ ধরনের ঘটনা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করে।”
মুম্বাইয়ে আফগান দূতাবাস একই পোস্ট রিটুইট করেছে।