সাম্প্রতিক কাশ্মীরে বন্দুক হামলার ঘটনাকে ‘ফলস ফ্লাগ অপারেশন’ বলে আখ্যায়িত করেছন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তথ্যমন্ত্রী আজম বুখারী। এর বিপরীতে কোন দুঃসাহস দেখাতে গেলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
গতকাল বুধবার (২৩ এপ্রিল) এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।
প্রসঙ্গত, ফলস ফ্লাগ অপারেশন বলতে বোঝানো হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্যে ভারত নিজেই কাশ্মীরে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটিয়েছে।
২০১৯ সালে পাকিস্তানে আক্রমণ করতে গিয়ে গ্রেফতার হওয়া উইং কমান্ডার অভিনন্দনের কথা স্মরণ করিয়ে আজম বুখারী বলেন, গতবার আমরা চা পান করিয়েছি- এবার ভদ্র ব্যবহার নাও করতে পারি।
উল্লেখ্য, বর্তমানে কাশ্মীর একটি কেন্দ্রশাসিত অঞ্চল। সাম্প্রতিক রিপোর্ট বলছে, কেন্দ্র কর্তৃক কাশ্মীরে অন্তত পাঁচ লাখেরও অধিক সেনাবাহিনী মোতায়ন করা হয়েছে। এছাড়াও রয়েছে হাজার হাজার পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তা। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে এত বিপুল সংখ্যক সেনাবাহিনী থাকতেও সেখানে কিভাবে হামলা হয়। এছাড়াও, হামলার ঠিক তিনদিন আগে মোদির কাশ্মীর সফর বাতিল করার বিষয়টিও রহস্যের জন্ম দিয়েছে।
সূত্র: দি ইকোনমিক টাইমস