কাতার থেকে জ্বালানি কেনা হলেও ২৫৪ মিলিয়ন ডলার বকেয়া রেখেছিল আওয়ামী লীগ সরকার। তবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরের মধ্যেই বুধবার (২৩ এপ্রিল) বকেয়া টাকার সর্বশেষ পেমেন্ট দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দোহায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ সরকার এলএনজি কিনলেও ২৫৪ মিলিয়ন ডলার বকেয়া রেখে পালিয়েছে। অন্তর্বর্তী সরকার ধাপে ধাপে পুরো টাকা পরিশোধ করেছে। সর্বশেষ বুধবার আমরা সম্পূর্ণ বকেয়া পরিশোধ করেছি। এখন আর কাতার আমাদের কাছে কোনো টাকা পায় না।
এ সময় জ্বালানি উপদেষ্টার বরাত দিয়ে শফিকুল আলম আরও বলেন, আমাদের কাছে বিভিন্ন কোম্পানির সর্বমোট বকেয়া ছিল ৩.২ বিলিয়ন ডলার। অন্তর্বর্তী সরকার সেটি ৬০০ মিলিয়নে নামিয়ে এনেছে। অতিদ্রুত এটি সম্পূর্ণ পরিশোধ করা হবে।
তিনি আরও বলেন, আমরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর জ্বালানি চাহিদা মেটাতে এলএনজি সরবরাহ বাড়ানোর চেষ্টা করছি। এ অবস্থায় এক্সটেন্ডেড এলএনজি টার্মিনালের জন্য আমরা কাজ করছি।