শনিবার, মে ৩, ২০২৫

সংস্কারের নামে ধর্মীয় মূল্যবোধে আঘাত মেনে নেওয়া হবে না: হেফাজতে ইসলাম

spot_imgspot_img

সংস্কারের নামে ধর্মীয় মূল্যবোধে আঘাত মেনে নেওয়া হবে না উল্লেখ করে হেফাজতে ইসলামের নেতারা বলেছেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী। যদি আগামীকালের মধ্যে নারীবিষয়ক সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যান না করা হয়, তাহলে সারাদেশে আগুন জ্বলবে।

আজ শুক্রবার (২ মে) জুমার পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ উত্তর গেটে ঢাকা মহানগর পল্টন জোন হেফাজতের আয়োজিত সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তারা এসব কথা বলেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশ পল্টন জোনের সভাপতি মুফতী সালাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী ইমরানুল বারী সিরাজীর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা সরওয়ার কামাল আজিজী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা ড.শুয়াইব আহমদ, মাওলানা মীর ইদ্রিস নদভী, মাওলানা নূর হোসাইন নূরানী, মুফতী জাবের কাসেমী, মুফতী ফখরুল ইসলাম, মাওলানা জয়নুল আবেদিন, মুফতী আজারুল ইসলাম, মুফতী শরিফুল্লাহ, মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী, মাওলানা আব্দুল্লাহ মাসুদ খান, মাওলানা হোসাইন আকন্দ, মাওলানা আসাদুল্লাহ জাকির, হাকিম আজহারুল ইসলাম নোমানী প্রমুখ।

নেতারা আরও বলেন, প্রস্তাবিত নারী সংস্কার কমিশন ইসলামী শরীয়াহর সম্পূর্ণ পরিপন্থী। তারা এ প্রস্তাব বাতিলের দাবি জানিয়ে সরকারকে হুঁশিয়ারি দেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img