শনিবার, মে ১০, ২০২৫

সংযুক্ত আরব আমিরাতের ড্রোন হামলায় লিবিয়ার ২ সেনা নিহত

spot_imgspot_img

ইনসাফ টোয়েন্টিফোর ডটকম | সোহেল আহম্মেদ


উত্তর-পশ্চিমাঞ্চলীয় লিবিয়ায় একটি সেনা ইউনিটকে লক্ষ্য করে সংযুক্ত আরব আমিরাতের ড্রোন হামলায় দেশটির ২ সেনা নিহত হয়েছে।

শুক্রবার (৫ জুন) লিবিয়া সেনাবাহিনীর এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। খবর আনাদোলু এজেন্সি’র।

বুরকান আল-গাদাব অভিযানের মুখপাত্র মোস্তফা আল-মাজেই বলেন, সংযুক্ত আরব আমিরাতের ড্রোন মিসরাতা প্রদেশের আবু কুরেন ফ্রন্ট বরাবর লিবিয়ার সেনা ইউনিটকে লক্ষ্য করে আক্রমণ করে। এতে দুই সেনা নিহত হয়।

এই সপ্তাহে লিবিয়ার সেনাবাহিনী হাফতার মিলিশিয়া থেকে কৌশলগত শহর তারহুনার পাশাপাশি রাজধানী ত্রিপোলি সম্পূর্ণরূপে মুক্ত করার ঘোষণা দেওয়ার পরে এই আক্রমণ করা হয়।

উল্লেখ্য, মিশর ও রাশিয়ার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতও লিবিয়ার সরকারের বিরুদ্ধে যুদ্ধবাজ খলিফা হাফতারের মিলিশিয়াদের সমর্থনকারী।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img