দেশের বরেণ্য আলেম চট্টগ্রাম জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা সুলতান যওক নদভী রহ.-এর স্মরণে নাগরিক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে দারুল মাআরিফ কর্তৃপক্ষ।
আগামী শনিবার (১৭ মে) যোহরের পর চট্টগ্রাম দারুল মাআরিফ মাদরাসা মিলনায়তনে এই সভা ও দোয়া মাহফিল শুরু হবে।
দারুল মাআরিফের শিক্ষক মাওলানা মাহমুদ মুজিব জানিয়েছেন, সভায় দেশের শীর্ষস্থানীয় আলেম, লেখক, গবেষক ও ইসলামী স্কলারগন আলোচনা করবেন।
বিখ্যাত আরবী সাহিত্যিক আল্লামা সুলতান যওক নদভী রহ. গত ২ মে দিবাগত রাত ১২টার দিকে পর ইন্তেকাল করেন।
তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি, জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক এবং বিশ্ব মুসলিম লিগের বাংলাদেশ শাখার প্রধান। আরবি ভাষায় দক্ষতা ও সাহিত্য অবদানের জন্যে দেশে-বিদেশে তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে।