ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল শা’রা আল জুলানীর প্রতি আহ্বান জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (১৪ মে) সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের উপস্থিততে ট্রাম্প এবং জুলানীর মধ্যে দীর্ঘ ৩৩ মিনিটের একটি বৈঠক হয়।
বৈঠকে সিরিয়াকে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানান ট্রাম্প। সেই সাথে সিরিয়া থেকে ফিলিস্তিনের স্বাধিনতাকামী যোদ্ধাদের বের করে দেওয়ার জন্য আহমদ শা’রাকে আহ্বান জানান ট্রাম্প।
উল্লেখ্য, আব্রাহাম চুক্তি হলো একটি কূটনৈতিক চুক্তি, যার মাধ্যমে ২০২০ সালে ৪টি আরব দেশ ইসরাইলকে স্বিকৃতি দেয়। এ চুক্তিটি আমেরিকার উদ্যোগে সম্পাদিত হয় এবং এর পিছনে বড় ভূমিকা পালন করে তৎকালীন ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্প।
সূত্র: আলজাজিরা