ফিলিস্তিনের গাজ্জা উপত্যকা দখল করে সিটিকে ফ্রিডম জোন ঘোষণা করতে চান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, আমার কাছে গাজ্জা নিয়ে একটি আইডিয়া আছে, আমি মনে করি এটা বেশ ভালো। আমেরিকাকে বিষয়টি নিয়ে ভাবতে দিন এবং এটিকে একটি মুক্ত অঞ্চল বানাই। এটিকে ফ্রিডম জোন বানাই।
বৃহস্পতিবার (১৫ মে) মধ্যপ্রাচ্য সফরের তৃতীয় দিনে কাতারে এসব কথা বলেন তিনি।
ট্রাম্প বলেন, ইউনাইটেড স্টেটস যদি এটি পেলে গর্বিত হব। আমেরিকা এটি নিয়ে নিক, দখল করুক এবং এটিকে ফ্রিডম জোন বানাক।