মঙ্গলবার, মে ২০, ২০২৫

গাজ্জা শাসনের ভার মিশরকে দেওয়া উচিত: ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী

spot_imgspot_img

ফিলিস্তিনের গাজ্জা উপত্যকার শাসন ভার মিশরকে দেওয়ার প্রস্তাব দিয়েছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ।

সম্প্রতি ইসরাইলি সংবাদমাধ্যম কান-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ প্রস্তাবনা দেন।

তিনি বলেন, গাজ্জায় মানবিক সহায়তা বিতরণের জন্য একটি নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা প্রয়োজন। ইসরাইলি সরকার গাজ্জা নিয়ে কোনো সুস্পষ্ট কৌশল নির্ধারণ করতে ব্যর্থ হয়েছে।

নেতানিয়াহু সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, আমরা এই সরকারের কৌশলহীনতার মূল্য দিচ্ছি। কেউ কি বলতে পারে, গাজায় যুদ্ধের শেষ চিত্রটা কেমন হবে? এটা স্পষ্ট যে, গাজা ইস্যুতে সরকারের কোনো সুসংহত পরিকল্পনা নেই।

উল্লেখ্য, লাপিদের এই প্রস্তাব নতুন নয়। গত কয়েক মাস ধরেই তিনি গাজ্জার প্রশাসনিক দায়িত্ব মিশরের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়ে আসছেন। তবে মিশর সরকার তার এই প্রস্তাব আগে থেকেই সরাসরি প্রত্যাখ্যান করেছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img