মঙ্গলবার, মে ২০, ২০২৫

৫ লাখ ডলারের ভারতীয় আম বিমানবন্দর থেকেই ফিরিয়ে দিলো আমেরিকা

spot_imgspot_img

কাগজপত্রে অনিয়মের অভিযোগে ভারতের পাঠানো অন্তত ১৫টি আমের ‘শিপমেন্ট’ বাতিল করেছে আমেরিকা। আমেরিকার লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো ও আটলান্টা শহরের বিভিন্ন বিমানবন্দর থেকে এসব আমের চালান বাতিল করা হয়েছে। এসব আম ফিরিয়ে আনার খরচ বেশি হওয়ায় সেখানেই ফেলে আসার কথা ভাবছেন ভারতীয় রপ্তানিকারকরা।

আমেরিকার এমন পদক্ষেপে বড়সড় ক্ষতির মুখে পড়লো ভারতের আম রপ্তানি।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গত ৮ ও ৯ মে নবি মুম্বইতে নির্দিষ্ট দফতরে রফতানির যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। তবে মার্কিন কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা বিভাগ জানিয়ে দেয়, রফতানিসংক্রান্ত কাগজপত্র ঠিক নেই। সেই কারণেই এই বিপুল পরিমাণ আম ফিরিয়ে দিয়েছে আমেরিকা।

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, আমের পচন, ধ্বংস বা পুনঃরপ্তানির বিষয় বিবেচনা করে ব্যবসায়ীরা প্রায় ৫ লাখ ডলার ক্ষতির আশঙ্কা করছেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img