শনিবার, মে ২৪, ২০২৫

শাপলা গণহত্যার বিচারের দাবিতে কুমিল্লায় হেফাজতের বিক্ষোভ

spot_imgspot_img

শাপলা গণহত্যার বিচার ও ফ্যাসিবাদী আমলে দায়েরকৃত মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবিতে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ মুরাদনগর উপজেলা শাখা।

শুক্রবার (২৩ মে) বাদ জুমা মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলুম মাদ্রাসা মাঠ (বড় মাদ্রাসার মাঠ) থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আল্লাহু চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলা সহ সকল গণহত্যার বিচার করতে হবে।

এসময়, দখলদার ইসরাইলের বর্বর আগ্রাসনে ফিলিস্তিনে চলমান গণহত্যা এবং ভারত সরকারের অব্যাহত ধ্বংসযজ্ঞ, দখল, মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার জন্য বলেন।

মাওলানা আব্দুর রহমান আল-মুজাফফারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, আলহাজ্ব হাফেজ আমিনুল ইসলাম, মুফতী আবুল ফারাহ ফরিদী, মুফতী মনসুর কবীর, মুফতী আমির হুসাইন প্রমুখ।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img