ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে সৃষ্ট রাজনৈতিক অরাজকতা প্রতিফলে বিগত ১৫ বছরে একটি নির্মম স্বৈরতন্ত্রের যাতাকলে পিষ্ট হয়েছে জাতী। জুলাই-২৪ এ একটি রক্তাক্ত অভ্যুত্থানের ফলে জাতীর সামনে সুযোগ তৈরি হয়েছে দেশকে নতুন করে গঠন করার। রাষ্ট্রের নীতিগত, আইনগত, প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সংস্কার করে দেশকে রাহুমুক্ত করার সুযোগ তৈরি হয়েছে।
তিনি বলেন, “কোনভাবেই এই সুযোগ নষ্ট করা যাবে না। তাই ফ্যাসিবাদ উৎখাতে ভূমিকা রাখা সকল পক্ষকে দায়িত্বশীল ও সতর্ক আচরণ করতে হবে।”
শুক্রবার (২৩ মে) দলের সিনিয়র নেতাদের সাথে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, “রাজনৈতিক দলগুলোর চাওয়া-পাওয়ার বিষয় আছে কিন্তু অন্তবর্তী সরকারকে চাপে ফেলে দাবি-দাওয়া আদায়ের রাজনীতি ও পরস্পর বিরোধী রাজনৈতিক সংস্কৃতি থেকে সরে আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানাচ্ছি।”