নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, শাপলা ও জুলাই হত্যাযজ্ঞের বিচার, হেফাজত নেতাকর্মীদের সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম সিলেট মহানগর সমন্বয় কমিটি।
শুক্রবার (২৩ মে) বাদ জুমা নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।
হেফাজতের কেন্দ্রীয় উপদেষ্টা ও জামেয়া নূরিয়া ইসলামিয়া ভার্থখলা মাদ্রাসার প্রিন্সিপাল শায়খ মাওলানা মজদুদ্দীন আহমদের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন, মাওলানা আবদুল মালিক চৌধুরী, মাওলানা এমরান আলম, মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, মাওলানা মুশতাক আহমদ খান, মাওলানা সামিউর রহমান মুছা, মাওলানা গাজী রহমতুল্লাহ ও হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান প্রমুখ।