সোমবার, মে ২৬, ২০২৫

কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করে দিল সরকার; সর্বনিন্ম ১১৫০

spot_imgspot_img

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করেছে সরকার।

সোমবার (২৫ মে) দুপুরে সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এসব কথা জানান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, গরুর চামড়া ঢাকায় প্রতি বর্গফুটে ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে মূলত পুরো লবণযুক্ত একটি চামড়ার সর্বনিম্ন ক্রয়মূল্য ঢাকার ভেতরে ১৩৫০ টাকা এবং ঢাকার বাইরে ১১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। খাসির চামড়ার ক্রয়মূল্য প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়ার দাম ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

কাঁচা চামড়া সংরক্ষণকে গুরুত্ব দিয়ে এ বছর ৩০ হাজার টন লবণ বিনামূল্যে মাদ্রাসা ও এতিমখানায় সরবরাহ করা হবে। ১০ দিন পর্যন্ত ঢাকার বাইরে থেকে কোনো কাঁচা চামড়া রাজধানীতে ঢুকতে দেয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img