বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

স্বাস্থ্য-সরঞ্জাম বহনকারী ৩ হাজারেরও বেশি ট্রাক গাজ্জায় ঢুকতে দিচ্ছে না ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় ৩ হাজারেরও বেশি স্বাস্থ্য সরঞ্জামবাহী ট্রাক প্রবেশে বাধা দিচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। যার ফলে বিপর্যয়কর মানবিক পরিস্থিতির আরও অবনতি ঘটছে।

রোববার (১ জুন) গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ এ তথ্য জানান।

মুনির আল-বুরশ এক বিবৃতিতে বলেন, ইসরাইলি কর্তৃপক্ষ মিশরের আরিশ শহর থেকে প্রয়োজনীয় স্বাস্থ্য সরঞ্জাম বহনকারী ৩ হাজারের বেশি ট্রাক গাজ্জায় প্রবেশে বাধা দিচ্ছে।

বিবৃতিতে বুরশ আরও বলেন, ওষুধ ও ভ্যাকসিন প্রবেশের ওপর দখলদারদের চলমান নিষেধাজ্ঞা সংক্রামক রোগ এবং মহামারি ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অবদান রাখছে।

তিনি বলেন, পানি নিরাপত্তা ভেঙে পড়ার ফলে গাজ্জায় তীব্র ডায়রিয়া, মেনিনজাইটিস এবং অন্যান্য স্বাস্থ্য সংকট দ্রুত বেড়ে যাচ্ছে। গাজ্জার ৯০ শতাংশ জনসংখ্যা এখন নিরাপদ পানির অভাবে ভুগছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img