বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

ইসরাইলের কারাগারে বন্দি ১০ হাজার ফিলিস্তিনি

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কারাগারে ১০ হাজার ফিলিস্তিনি বন্দি করে রাখা হয়েছে বলে জানিয়েছে বন্দি সংক্রান্ত মানবাধিকার সংঘঠন প্রিজনার্স মিডিয়া অফিস। যাদের মধ্যে অনেককেই মাসের পর মাস বা বছরের পর বছর ধরে কোনো বিচার ছাড়াই বন্দি করে রাখা হয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

২০২৩ সালের অক্টোবরে ব্যাপক ধরপাকড় চালিয়ে ১৭ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে আটক করে ইসরাইলি বাহিনী। যাদের মধ্যে রয়েছে নারী, শিশু ও নিরপরাধ বেসামরিক নাগরিক। প্রশাসনিক আটক নীতির আওতায় বিচার ছাড়াই বহুজনকে অনির্দিষ্টকালের জন্য বন্দি রাখা হচ্ছে।

চলতি মাসের শুরুতে প্রিজনার্স’ মিডিয়া অফিস এর তথ্য অনুযায়ী, বর্তমানে ইসরাইলের বিভিন্ন কারাগারে ১০,১০০ জন ফিলিস্তিনি বন্দি রয়েছেন। এদের মধ্যে প্রায় ৩,৬০০ জনকে কোনো অভিযোগ ছাড়াই আটক রাখা হয়েছে, যাকে ইসরাইলের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশন বা প্রশাসনিক আটক নীতি বলা হয়।

গত মে মাসে ইসরাইলি কর্তৃপক্ষ ৭৫৫টি নতুন প্রশাসনিক আটকাদেশ জারি করেছে, যার মধ্যে ৫ জন নারীও রয়েছেন। এই নীতির আওতায় কাউকে কোনো কারণ না দেখিয়েই অনির্দিষ্ট সময়ের জন্য আটকে রাখা যায়, এমনকি বারবার তার মেয়াদ বাড়ানো যায়, যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টিতে গুরুতর অধিকার লঙ্ঘনের শামিল।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img