বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

হজযাত্রীদের গাড়িতে ইসরাইলের হামলা

ফিলিস্তিনে হজযাত্রী বহনকারী বাসে হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

শনিবার (৩১ মে) পশ্চিমতীরের জেনিনে হজযাত্রীদের বাসে এ হামলা চালায় ইসরাইলি বাহিনী।

বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, জেনিন গভর্নরেট ভবনের সামনে বাসটিতে হামলা হয়। ওই বাসে থাকা হজযাত্রীরা কারাম সীমান্ত হয়ে পশ্চিমতীর থেকে জর্ডানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এরপর জর্ডান থেকে সৌদিতে পৌঁছাতেন। বাসে যারা ছিলেন তাদের বেশিরভাগই বৃদ্ধ মানুষ ছিলেন।

ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা নিউজ জানায়, দখলদারদের সামরিক যান ইচ্ছাকৃতভাবে হজযাত্রীদের বাসে ধাক্কা দেয়।

জেনিনের ডেপুটি গভর্নর মানসুর আল-সাদি বলেন, ইসরাইলি সেনাদের সামরিক গাড়ি ইচ্ছাকৃতভাবে এবং সরাসরি বাসটিতে ধাক্কা দিয়েছে। এটি গভর্নেন্ট ভবনের সামনে দাঁড়ানো ছিল। বাসের বেশিরভাগ যাত্রী ছিলেন বৃদ্ধ এবং অসুস্থ। তারা এ ঘটনায় আরও আতঙ্কিত ও ভীত হয়ে পড়েছেন।

সূত্র: আনাদোলু।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img