রবিবার | ১১ জানুয়ারি | ২০২৬
spot_img

৩৫ দেশের ১০ লাখ মানুষের কাছে কুরবানির মাংস পৌঁছাল তুর্কি সংস্থা সদাকা তাশি

তুরস্কভিত্তিক দাতব্য সংস্থা সদাকা তাশি ২০২৫ সালের ঈদুল আযহায় “ভ্রাতৃত্বে কুরবানির প্রাণ” স্লোগানে ৩৫টি দেশের প্রায় ১০ লাখ মানুষের মাঝে ২৩ হাজার কুরবানিকৃত পশুর মাংস বিতরণ করেছে। রোববার সংস্থাটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ৩৫টি দেশের শত শত স্থানে কুরবানির কাজ সম্পন্ন করা হয়েছে, এবং তা বিশ্বজুড়ে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে পৌঁছে দেওয়া হয়েছে।

সদাকা তাশি সংস্থা জানায়, এই বছরের কুরবানি কার্যক্রম বিশেষভাবে আফ্রিকার ১৩টি দেশে পরিচালিত হয়। দেশগুলো হলো বুরকিনা ফাসো, চাদ, তানজানিয়া, সোমালিয়া, মালি, কেনিয়া, নাইজার, টোগো, মালাওই, সুদান, বেনিন, মিশর ও উগান্ডা।

সংস্থার প্রধান কামাল ওজদাল বলেন, “এই বছর আমরা কুরবানির কার্যক্রম বিশেষভাবে গাজ্জা, আফ্রিকা ও তুরস্কে পরিচালনা করেছি। বিশেষ করে আফ্রিকায়, যেখানে বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলো অবস্থিত।”

তিনি আরও জানান, আফ্রিকার যেসব দেশে স্বেচ্ছাসেবী দল পাঠানো হয়েছে, তারা কুরবানির পাশাপাশি চারটি দেশে মোট ১৬টি পানির কূপও উদ্বোধন করেছে।

সদাকা তাশি সংস্থার এই উদ্যোগ ঈদের আনন্দকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার এক অনন্য দৃষ্টান্ত। বিশেষ করে আফ্রিকার দরিদ্র জনগোষ্ঠী ও অবরুদ্ধ গাজ্জার মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সংস্থাটি আন্তর্জাতিক পর্যায়ে মানবিক সহমর্মিতা ও ত্যাগের আদর্শকে বাস্তব রূপ দিয়েছে।

সূত্র : আনাদোলু আরাবি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ