শনিবার | ২০ ডিসেম্বর | ২০২৫
spot_img

এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এবার বোমাতঙ্ক; থাইল্যান্ডে জরুরি অবতরণ

থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে শুক্রবার বোমার হুমকিতে জরুরি অবতরণ করতে হয়েছে। খবর রয়টার্সের।

ফুকেট বিমানবন্দরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার ভারতীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ এয়ার ইন্ডিয়ার AI 379 এয়ারবাসটি টেক অফ করেছিল। কিন্তু কিছুক্ষণ পরই সেটিকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়। অবতরণের পরই বিমানের যাত্রীদের বের করে আনা হয়। পরে অবশ্য গোটা বিমানে কোনোরকম বোমা পাওয়া যায়নি।

এর আগে, বৃহস্পতিবার (১২ জুন) ভারতের আহমেদাবাদে আরেকটি এয়ার ইন্ডিয়া বিমানে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ২৪০ জনেরও বেশি যাত্রী প্রাণ হারান। তার একদিন পরই বোমা আতঙ্কে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জরুরি অবতরণের ঘটনা ঘটল।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img