শনিবার | ২০ ডিসেম্বর | ২০২৫
spot_img

ইরানে সাময়িক ইন্টারনেট বন্ধ; স্টারলিংক দিতে চায় ইলন মাস্ক

ইরানের পারমাণবিক স্থাপনায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলার পর ইরান সরকার নাগরিকদের ইন্টারনেট সংযোগ সাময়িক বন্ধ করে। এই প্রেক্ষাপটে দেশটিতে স্টারলিংক স্যাটেলাইটভিত্তিক যোগাযোগ ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক।

শনিবার (১৩ জুন) রাতে ইলন মাস্ক তার এক্স প্ল্যাটফর্মে এই ঘোষণা দেন।

পোস্টে লিখেন, ‘দ্য বিমস আর অন’- অর্থাৎ স্টারলিংকের সিগনাল চালু রয়েছে। খবর জেরুসালেম পোস্টের।

এর আগে, শুক্রবার ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিল, পরিস্থিতির কারণে দেশজুড়ে ইন্টারনেটে ‘অস্থায়ী সীমাবদ্ধতা’ আরোপ করা হয়েছে। ফলে তেহরান ও জেরুসালেমের মধ্যে চলমান সংঘাতের সময় ইরানি নাগরিকরা বাইরের সংবাদমাধ্যমে প্রবেশ করতে পারছিলেন না।

উল্লেখ্য, স্টারলিংক হলো স্পেসএক্সের মালিকানাধীন একটি স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিষেবা, যা পৃথিবীর যে কোনো প্রান্তে দ্রুতগতির ইন্টারনেট সরবরাহ করতে সক্ষম।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img