বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

মধ্যপ্রাচ্যের আমেরিকার ঘাঁটিগুলোতে হামলা চালাবে ইরান

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে চলাম সংঘাতে যদি আমেরিকা জড়িয়ে পড়ে, তাহলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা শুরু করবে ইরান।

ইরানের সামরিক বাহিনীর দু’জন উচ্চপদস্থ কর্মকর্তা বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস

কর্মকর্তারা বলেছেন, তাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যদি সত্যিই আমেরিকা ইসরাইলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা শুরু করে, সেক্ষেত্রে ইরাকে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোতে প্রথম আক্রমণ করা হবে। পরে ধীরে ধীরে অন্যান্য ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

ইরানের এমন হুঁশিয়ারির মার্কিন সামরিক কর্মকর্তা বলেন, ইরান যদি মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাতে চায়— সেক্ষেত্রে দেশটির সেনাবাহিনীর বেশি প্রস্তুতির প্রয়োজন নেই। কারণ তেহরানের কাছে অল্প, মাঝারি ও দূরপাল্লার যেসব ক্ষেপণাস্ত্র আছে, তাতে খুব সহজেই ইরাক, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পরবে ইরানের সেনাবাহিনী।

মার্কিন কর্মকর্তারা জানান, ইরানের সম্ভাব্য হামলা নিয়ে উচ্চ সতর্কতায় আছে মধ্যপ্রাচ্য অঞ্চলের সামরিক ঘাঁটিগুলো। বিভিন্ন ঘাঁটিতে এ পর্যন্ত সর্বমোট ৪০ হাজারেরও বেশি নতুন সেনা মোতায়েন করা হয়েছে।

সূত্র : নিউইয়র্ক টাইমস

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img