বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

চীন সফরে গেলেন আফগান ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা হানাফী

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুস সালাম হানাফী একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে চীন সফরে গিয়েছেন।

চীন-দক্ষিণ এশিয়া নবম প্রদর্শনী ও ফোরামে অংশ নিতে মঙ্গলবার এই সফরে যান। চীনের সরকারিভাবে পাঠানো আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিনিধি দলে আরও রয়েছেন আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রী নূরউদ্দীন আজিজি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থ ও প্রশাসনিক ডেপুটি মন্ত্রী ডা. মুহাম্মাদ নাঈম ওয়ারদাক।

সফরকালে মাওলানা আব্দুস সালাম হানাফী চীন-দক্ষিণ এশিয়া নবম প্রদর্শনী ও ফোরামে অংশগ্রহণ ও বক্তব্য দেওয়ার পাশাপাশি চীনের বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করবেন। এসব বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হবে।

এই সফরের মধ্য দিয়ে আফগানিস্তান ও চীনের মধ্যে রাজনৈতিক, বাণিজ্যিক ও প্রশাসনিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : আরটিএ

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img