শুক্রবার, মে ৯, ২০২৫

করোনায় আক্রান্ত মন্ত্রী বীর বাহাদুরকে হেলিকপ্টারে করে আনা হচ্ছে ঢাকায়

spot_imgspot_img

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের সিভিল সার্জন অংশুইপ্রু মারমা।

মন্ত্রীর পিএস সাদেক হোসেন বলেন, মন্ত্রী বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

রবিববার (৭ জুন) আন্তঃবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর জানায়, করোনায় আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুরকে উন্ন চিকিৎসার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারে করে বান্দরবান থেকে ঢাকা সিএমএইচএ আনা হচ্ছে।

বান্দরবান সদর হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. প্রত্যুষ পল বলেন, শনিবার ( ৬ জুন) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংসহ মোট ৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

শনিবার কক্সবাজার ল্যাবে পরীক্ষায় তারা পজিটিভ শনাক্ত হন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img