বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

গাজ্জায় থেমে নেই ইসরালের গণহত্যা; নিহতের সংখ্যা ছাড়াল ৫৮ হাজার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় বর্বর আগ্রাসী হামলা অব্যাহত রেখেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

রোববার (১৩ জুলাই) উপত্যকার একটি ব্যস্ত বাজার এবং একটি পানি বিতরণ কেন্দ্রে হামলা চালিয়ে কমপক্ষে ৯৫ জন ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইলি বাহিনী। এর মধ্য দিয়ে গাজ্জায় ইসরাইলি বর্বরতায় মৃতের সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়ে গেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার গাজ্জা সিটির বাজারে ইসরাইলি হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে বিশিষ্ট চিকিৎসক আহমেদ কান্দিলও রয়েছেন।

এছাড়া কেন্দ্রীয় নুসেইরাত শরণার্থী শিবিরে একটি পানি সংগ্রহস্থলে ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কমপক্ষে ১০ জনকে হত্যা করে।

চিকিৎসা সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে সাত শিশুও ছিল যারা খাবার পানি সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়েছিল। ওই হামলায় আরও ১৭ জন আহত হয়েছেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img