বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

দুই ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করল ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় হামলা চালিয়ে ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে আরও দুই ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। স্থানীয় সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।

সোমবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, ফাদি খলিফা দক্ষিণ-পূর্ব গাজ্জা শহরের আল-জাইতুন এলাকায় নিজের বিধ্বস্ত বাড়ির ধ্বংসাবশেষ পরিদর্শনের সময় এক ইসরাইলি হামলায় নিহত হন। এই হামলায় তার সঙ্গে আরও অন্তত একজন নিহত হয়েছেন।

এছাড়া অন্য একটি ভিন্ন হামলায়, ফটোসাংবাদিক হুসাম সালেহ আল-আদলুনি তার স্ত্রী সুয়াদ এবং তিন সন্তানসহ নিহত হন।

খান ইউনিসের উত্তরাঞ্চলীয় আল-কারারা এলাকায় তাদের তাবুতে ইসরাইলি বিমান হামলায় তারা নিহত হন।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরাইলি হামলার কারণে গৃহহারা হয়ে পরিবারটি সেখানে আশ্রয় নিয়েছিল।

ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছে, এতে সাংবাদিকদের ওপর ইসরাইলের ‘ভয়াবহ সহিংসতার’ রেকর্ড আরও দীর্ঘ হলো।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজ্জায় নিহত ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৩১-এ পৌঁছেছে বলে অফিসিয়াল হিসেবে জানানো হয়েছে।

তবে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, এ সংখ্যা ১৭৮, যাদের মধ্যে ১৭৬ জন ফিলিস্তিনি এবং ২ জন ইসরাইলি সাংবাদিক রয়েছেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img