উত্তর গাজ্জার জাবালিয়ায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের তীব্র প্রতিরোধে ট্যাঙ্ক বিধ্বংস হয়ে তিন ইসরাইলি সেনা নিহত হয়েছে। সোমবার (১৪ জুলাই) এ ঘটনা ঘটে। ইসরাইলি সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।
সেনাবাহিনী জানায়, নিহত সেনারা হলেন স্টাফ সার্জেন্ট শোহাম মেনাহেম (২১), সার্জেন্ট শ্লোমো ইয়াকির শ্রেম (২০) এবং সার্জেন্ট ইউলি ফ্যাক্টর (১৯)। তারা সকলেই ৪০১তম ব্রিগেডের ৫২তম আর্মার্ড কর্পস ব্যাটালিয়নের সদস্য। এই ঘটনায় একজন কর্মকর্তাও গুরুতর আহত হয়েছেন যার নাম প্রকাশ করা হয়নি।
আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে, সৈন্যরা একটি ট্যাঙ্কে ছিলেন যা সোমবার দুপুরের দিকে উত্তর গাজ্জা শহর জাবালিয়ায় একটি বিস্ফোরণের শিকার হয়।
আইডিএফ প্রাথমিকভাবে সন্দেহ করেছিল, ট্যাঙ্কটি হামাসের রকেট চালিত গ্রেনেড দ্বারা আঘাত করা হয়েছে। তবে, ঘটনার পরের কয়েক ঘন্টার মধ্যে, সামরিক বাহিনী ধারণা করে সম্ভবত টাওয়ারের ভিতরে ত্রুটিপূর্ণ শেলের কারণে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে।
তবে, হামাসের সশস্ত্র শাখা, ইজ্জআদ্দিন আল-কাসেম ব্রিগেডস, তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, গাজ্জা উপত্যকায় সংঘাতের সময় ইসরাইলি ট্যাঙ্ক লক্ষ্য করে প্রতিরোধ বাহিনীর হামলায় তিনজন নিহত হয়েছেন।









