বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

গাজ্জায় ত্রাণপ্রার্থীসহ ৬১ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় হামলা চালিয়ে ৬১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এদের মধ্যে দুজন ত্রাণপ্রার্থীও রয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও শতাধিক ফিলিস্তিনি।

আজ বুধবার (১৬ জুলাই) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার গাজ্জার উত্তরাঞ্চলের শাতি শরণার্থী শিবিরে ইসরাইলের বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় মেডিকেল সূত্র নিশ্চিত করেছে।

এদিকে, গাজ্জার দক্ষিণাঞ্চলে ইসরাইল ও আমেরিকা সমর্থিত বিতর্কিত গাজ্জা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে হামলায় দুইজন নারী নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।

জাতিসংঘ জানিয়েছে, গত মে মাসের শেষ দিকে জিএইচএফ-এর কার্যক্রম শুরুর পর থেকে গাজ্জায় ত্রাণ পেতে গিয়ে অন্তত ৮৭৫ জন মারা গেছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে মোট মৃতের সংখ্যা ৫৮ হাজারেরও বেশি, যার মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ