ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী নূরুদ্দিন আজিজি জানিয়েছেন, আফগানিস্তানের বাণিজ্য ১০০টিরও বেশি দেশে বিস্তৃত হয়েছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের এক বছরের সাফল্য নিয়ে আয়োজিত কর্মসূচিতে তিনি এই তথ্য তুলে ধরেন।
আফগান বাণিজ্যমন্ত্রী বলেন, “গত বছর আমরা পুরো দেশজুড়ে শিল্প পার্ক নির্মাণ এবং অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়নের জন্য ১ লাখ ৬০ হাজারেরও বেশি জেরিব জমি বরাদ্দ দিয়েছি।”
তিনি আরও বলেন, “শিল্পাঞ্চল সম্পর্কিত আইন অনুমোদন এবং সংশ্লিষ্ট কর্মপদ্ধতির অনুমোদন, যা মূলত ব্যবসায়ী ও শিল্পপতিদের সুবিধার্থে প্রণয়ন করা হয়েছে, এই দুইটি বিষয় ছিল আমাদের বিগত বছরের গুরুত্বপূর্ণ সাফল্য।”
আফগান বাণিজ্যের সামগ্রিক অগ্রগতি তুলে ধরে তিনি জানান, “বর্তমানে আফগানিস্তানের বাণিজ্যের মূল্য প্রায় ১৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। আর আফগানিস্তান হয়ে ট্রানজিট হয়েছে ৮ মিলিয়ন টনেরও বেশি বাণিজ্যিক পণ্য।”

আফগান শিল্প ও বাণিজ্যমন্ত্রী বলেন, “আমাদের মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনার আওতায় গত বছর দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাণিজ্যের পরিমাণ বেড়েছে ১০ শতাংশ। রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ। একই সঙ্গে আমরা ৫০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ আকর্ষণ করেছি এবং ১০০টিরও বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছি।”
আফগান বাণিজ্যমন্ত্রী তাঁর বক্তব্যে এসব সাফল্যকে আফগানিস্তানের অর্থনৈতিক সক্ষমতা ও আন্তর্জাতিক বাণিজ্যে উত্তরণের দিক থেকে গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মন্তব্য করেন।
আফগান শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের এক বছরের প্রতিবেদন তুলে ধরে নূরুদ্দিন আজিজি জানান, আইনগত সংস্কার, অবকাঠামোগত সম্প্রসারণ, রপ্তানি ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে আফগানিস্তান বাণিজ্যে বৈশ্বিক মাত্রা অর্জন করেছে।
সূত্র : আরটিএ











